Barak UpdatesHappeningsBreaking News
শিলচরেও ভারতীয় শিক্ষণ মণ্ডলের ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালন
ওয়ে টু বরাক, ৩০ মার্চ : ভারতীয় শিক্ষণ মণ্ডলের দক্ষিণ আসাম প্রান্তের অধীন আসাম বিশ্ববিদ্যালয় সমিতি এবং কাছাড় জেলা সমিতির যৌথ উদ্যোগে সংস্থার ৫৪তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর লিংক রোডের এক নম্বর লেনে থাকা বিবেকানন্দ কেন্দ্রের কার্যালয়ে উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি ড. নিরঞ্জন রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. পীযুষ পাণ্ডে এবং প্রধান অতিথি ভি কে বলরাম।
সরস্বতী বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সরস্বতী বন্দনা পরিবেশন করে সরস্বতী বিদ্যানিকেতনের দুই ছাত্রী বিনীতা চক্রবর্তী এবং মণিদীপা চক্রবর্তী। ভারতীয় সংস্কৃতির ওপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ভি কে বলরাম। ভারতীয় শিক্ষণ মণ্ডলের বিস্তারিত ইতিহাস তুলে ধরেন অধ্যাপক নিরঞ্জন রায়। নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। প্রাচীনকালে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ও গুণগত মানের কথা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, প্রাচীনকালে ভারতবর্ষের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়ার জন্য বিদেশের ছাত্র ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষায় বসতে হতো। গুরুকুল শিক্ষা ব্যবস্থার ঐতিহ্যের কথাও তুলে ধরেন তিনি। এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক পীযুষ পাণ্ডে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারতীয় শিক্ষণ মণ্ডলের আসাম বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক ড. দেবতোষ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ড. শুভদীপ রায় চৌধুরী, ড. জয়শ্রী দে, ড. হিমাদ্রি শেখর দাস, ডাঃ দর্শনা পাটোয়া, কাছাড় জেলা সমিতির সাধারণ সম্পাদক ড. বিশ্ববিজয় ভট্টাচার্য, ড. কল্যাণ দাস, ড. সুপর্ণা রায়, ড. কিংশুক অধিকারী, ড. গঙ্গেশ ভট্টাচার্য, ডঃ অভিষেক দেব প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয় সমিতির সাংগঠনিক সম্পাদক ড. হিমাদ্রি শেখর দাস।