Barak UpdatesHappenings
শিলচরেও পালিত চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী
ওয়েটুবরাক, ৫ নভেম্বর : ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫১ তম জন্মবার্ষিকী শিলচরেও মর্যাদার সঙ্গে পালিত হয়েছে৷ ‘দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা কমিটি’, শিলচর পুরসভা ও লায়ন্স ক্লাবের শিলচর শাখার উদ্যোগে দেশবন্ধুর মর্মর মূর্তির পাদদেশে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সকাল সাড়ে ৮টায় মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
স্মৃতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ তাঁর বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে দেশবন্ধুর নানা অবদানের কথা তুলে ধরেন । তিনি স্কুলে, কলেজে, শিক্ষাক্ষেত্রে দেশবন্ধুর আদর্শ ও ত্যাগের দিকটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি রাখেন । দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় জাতি গঠনের ক্ষেত্রে এর বড় প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। কমিটির সহ-সভাপতি, প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক শ্যামল কান্তি দেব বলেন, দেশবন্ধু বেঙ্গল প্যাক্ট করে সম্প্রদায়গত বিভেদ দূর করার চেষ্টা করেছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সুব্রত নাথ, বীরেশ ব্যানার্জি, সাংসদ প্রতিনিধি পুলক দাস প্রমুখ। সুব্রত বাবু বলেন, দেশবন্ধু আরও বেশকিছু দিন বেঁচে থাকলে তাঁকেও জাতির জনক হিসেবে বরণ করে নিত দেশবাসী। এছাড়াও অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুলা সেন, আজমল হোসেন চৌধুরী, নবদ্বীপ দাশ, শংকর চক্রবর্তী, কানু সূত্রধর, বাহারুল ইসলাম, নীহার পুরকায়স্থ, সৌরভ দেব প্রমুখ ।