Barak UpdatesHappeningsBreaking News
শিলচরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব, বিবেকানন্দ রোডের দিলীপ কুমার নাথ প্রয়াত
ওয়ে টু বরাক, ২০ নভেম্বর ঃ ফের ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা সামনে এল। তবে এ বার এই ঘটনা একেবারে বরাক উপত্যকার শিলচরেই। পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী এবং শিলচর বিবেকানন্দ রোডের বাসিন্দা দিলীপ কুমার নাথ রবিবার দুপুরে শিলচরের এক হাসপাতালে চিকিতসারত অবস্থায় মারা যান। তিনি ডিমা হাসাও জেলার হাফলঙে কর্মরত ছিলেন। গত সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণের পরই তিনি বাড়ি আসেন।
তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হাফলঙে থাকার সময় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিতসার পর অবশ্য সেসময় তিনি সুস্থও হয়ে ওঠেন। গত দু’মাসের মধ্যে তিনি দু’একবার হাফলঙে গিয়েওছিলেন। মাঝেমধ্যে হালকা জ্বর হলেও তিনি চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু গত ১৬ নভেম্বর তাঁর শরীর খারাপ হয়ে যায়। চিকিতসকরা তাঁর কিডনির সমস্যার কথাও বলেছেন। দিলীপ কুমার নাথ সরকারি চাকরি করার পাশাপাশি খুব ভাল পদ্মপুরাণ শিল্পী ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, বৃদ্ধা মা, ২ মেয়ে ও ভাইদের রেখে গেছেন।
অন্যদিকে একটি সূত্রে জানা গেছে, গত কিছুদিনের মধ্যে ২৫ জন লোক ডেঙ্গু আক্রান্ত হয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাছাড়া শিলচরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কম করেও ১০ জন এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। কিছুদিন আগে ব্রহ্মপুত্র উপত্যকায়ও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছিল। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযানও চালানো হয়। বিভিন্ন জেলায় পুরসভার পক্ষ থেকেও মানুষকে সচেতন করা হয়েছে।