Barak UpdatesHappenings
শিলকুড়ির লক্ষী নারায়ণ এমই স্কুলে বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপন
ওয়েটুবরাক, ৩ ডিসেম্বর : শালচাপড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের ব্যবস্থাপনায় লক্ষী নারায়ণ এমই স্কুলে আজ শুক্রবার বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপন করা হয়। শালচাপড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের কর্মকর্তা সামসুল আলম মজুমদার, আব্দুল মান্নান, বিপ্লবকুমার দাস, শিলকুড়ি ঘুঙুর ক্লাস্টার সিআরসিসি কিরণ রঞ্জন দাস সহ অন্যান্য সিআরসিসিগণ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন, পথ পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সারাদিন ব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে ঔষধ বিতরণ হয়। পরে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দিব্যাঙ্গদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যক বক্তা ওদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখার কথা ব্যক্ত করেন। ওইদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়৷ ধামাইল নৃত্যের মাধ্যমে সেদিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা পাণু মহন্ত শর্মা৷ বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মনীন্দ্র দাস, জিপি সভাপতি বারীন্দ্র দাস, বিজয় দাস প্রমুখ উপস্থিত ছিলেন।