India & World UpdatesHappeningsBreaking News
শিয়া-সুন্নি সংঘাতে পাকিস্তানে ১৬ জনের মৃত্যু
ওয়েটুবরাক, ১৩ অক্টোবর : শিয়া-সুন্নি সংঘাতে উত্তর-পশ্চিম পাকিস্তানে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মহিলা এবং দুটি শিশুও রয়েছে।
পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় গত কয়েক মাস ধরেই স্থানীয় শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী বিবাদ চলছে। গত শনিবার সুন্নি সম্প্রদায়ের একটি কনভয় এই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই কনভয়ে যাতে কোনও হামলা না হয়, তা নিশ্চিত করতে আধাসেনার পাহারাও ছিল। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। আধাসেনার উপস্থিতিতেই ওই কনভয়ে প্রাণঘাতী আক্রমণ চালানো হয়।
এই হামলার ফলে ১৬ জনের প্রাণহানি ঘটে। আরও ছ’জন গুরুতর জখম হয়েছেন।
তবে, আধাসেনা এবং পুলিশবাহিনীও এই হামলার জবাব দিয়েছে। যে দুই হামলাকারী নিরস্ত্র সুন্নিদের নিশানা করেছিল, পালটা তাদের নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। স্থানীয় প্রশাসনের দাবি, নিহত হামলকারীরা দু’জনই ছিল শিয়া সম্প্রদায় ভুক্ত৷