NE UpdatesHappeningsBreaking News
শিবসাগরের সিইওর বাড়িতে ভিজিল্যান্স হানা
ওয়েটুবরাক, ৫ জানুয়ারি: শিবসাগর জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক অশ্বিনী কুমার দোলের বাড়িতে মূখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের অফিসাররা হানা দেন। শিবসাগরের সরকারি বাসভবনের সঙ্গে একই সময়ে তল্লাশি চালানো হয় তাঁর গুয়াহাটি পাঞ্জাবাড়ি এবং ঢকুয়াখানার নিজস্ব বাড়িতেও। আয় বহির্ভূত সম্পদ সৃষ্টির অভিযোগে এই ভিজিল্যান্স হানা। ২০০৯ সালে চাকরিতে যোগ দেন অশ্বিনীবাবু। তিন বছর ধরে রয়েছেন শিবসাগর জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক পদে। এর আগে ছিলেন শিবসাগর পুরসভার মুখ্য কার্যবাহী আধিকারিক পদে। তিনি প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুমিত্রা পাতিরের অনুজ। জানা যায়, অশ্বিনীবাবুও স্বেচ্ছাবসর নিয়ে কংগ্রেস টিকিটে প্রতিদ্বন্ধিতার প্রস্তুতি নিচ্ছিলেন।