Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষক দিবসে রাজ্য সরকারের সম্মান পাচ্ছেন অতনু চৌধুরী
ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বর : শিলচর শহরের মালুগ্রাম এলাকার জয়কুমার বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে কেউ গেলে তাঁকে জিজ্ঞেস করতেই হয় যে, এই স্কুলের প্রধানশিক্ষক কে? প্রাক্তনীরা বাইরে থেকে এলেও এই স্কুলের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করে গর্বের সঙ্গে উল্লেখ করে, এখানেই আমার প্রাথমিক শিক্ষা৷ যেমন বাইরে থেকে ফুলের বাগান ঘেরা স্কুলটিকে দেখলে মন জুড়িয়ে যায়, তেমনি এর পড়াশোনা, শৃঙ্খলারক্ষা, মিডডেমিলে নজরদারি৷
এমন স্কুলের প্রধানশিক্ষক শিক্ষকদিবসে রাজ্য সরকারের সম্মাননার জন্য মনোনীত হওয়ায় সকলেই খুশি৷ আগামী ৫ সেপ্টেম্বর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে শিক্ষক-সম্মাননা গ্রহণ করবেন জয়কুমার বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক অতনু চৌধুরী৷
দিসপুর থেকে সোমবারই রাজ্য সরকারের সম্মাননার জন্য ১৩ জন শিক্ষকের তালিকা প্রকাশিত হয়েছে৷ তাতে বরাক উপত্যকা থেকে একমাত্র অতনু চৌধুরীই মনোনীত হয়েছেন৷