Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষক দিবসের সরকারি তালিকায় বঞ্চনা, প্রতিবাদে রবিবার ”নিজেদেরই” সংবর্ধনা
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বরঃ এই বছরের শিক্ষক দিবসে কাছাড় জেলার কোনও স্তরের কোনও শিক্ষক রাজ্য পর্যায়ের শিক্ষক দিবসে সংবর্ধিত হননি। জেলা পর্যায়ের শিক্ষক দিবসেও উচ্চতর মাধ্যমিক স্তরের কোনও শিক্ষক সম্মানিত হননি। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করল সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি।
শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে সভাপতি দীপক সেনগুপ্ত বলেন, “আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নাম নির্বাচন করে রেখেছিলাম, আনুষ্ঠানিক ভাবে কর্তৃপক্ষের কাছে দেওয়ার সুযোগ পাইনি। কারণ অজানা। তবে শোনা কথা, এর সঙ্গে নাকি গুণোৎসবে এ গ্রেড পাওয়ার সম্পর্ক আছে। যদিও নিজেদের স্কুলের এ গ্রেড প্রাপ্তি বা অপ্রাপ্তির সঙ্গে আমরা কোনও ভাবে যুক্ত নই।”
এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে জেলা কমিটি নতুন প্রথার সূচনা করছে। দীপকবাবুর কথায়, ‘নিজেদেরকেই নিজেরা সম্মানিত করব।” আগামী ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় শিলচর গান্ধীভবনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। তাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জানানো হবে এবং নতুন শিক্ষকদের বরণ করে নেওয়া হবে। দুই ক্ষেত্রেই সময়সীমা ধরা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এই বছরের আগস্ট পর্যন্ত। এই অনুষ্ঠানে একটি মুখপত্র প্রকাশ করা হবে, হবে সংক্ষিপ্ত সাংস্কৃতিক কর্মসূচিও।
রবিবার আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু রায়, রাজ্য সম্পাদক জীতেন্দ্রচন্দ্র হাজরিকা এবং উত্তর লখিমপুর জেলা কমিটির সাবেক সভাপতি কমলেশ্বর হাজরিকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শুক্রবারের সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু রায়ও উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন জেলা সম্পাদক পরিতোষ দে, সাংগঠনিক সম্পাদক ভাস্কর সিংহ, যুগ্ম সম্পাদক দেবযানী ভট্টাচার্য, ম্যাগাজিন সম্পাদক শান্তশ্রী সোম এবং মৃণাল কান্তি দে, ফারহানা বেগম, সুমিতা সিনহা ও পাপড়ি ভট্টাচার্য।