Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষকপদের আবেদনে বঙ্গ সাহিত্যের ডিপ্লোমা কোর্সও বিবেচ্য
১৪ সেপ্টেম্বরঃ স্নাতক শিক্ষকপদের জন্য আবেদনে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বাংলা ভাষার ডিপ্লোমা সার্টিফিকেটও বিবেচ্য হবে। রাজ্য সরকারের শিক্ষা বিভাগের কমিশনার-সচিব প্রীতম শইকিয়া বঙ্গ সাহিত্যকে এ কথা জানিয়ে দিয়েছেন। সোমবার তিনি নিজে ফোন করেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্তকে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞাপনে অসম সাহিত্য সভার একই ধরনের কোর্সের কথা উল্লেখ করা হয়েছিল। অনুল্লেখিত থেকে যায় বঙ্গ সাহিত্যের ডিপ্লোমার কথা। প্রীতমবাবু বলেন, এ একেবারেই অনিচ্ছাকৃত ত্রুটি। বিজ্ঞাপন আকারেই এই সংশোধনী দ্রুত প্রকাশিত হবে৷
শিক্ষা বিভাগের বিজ্ঞাপনটি প্রকাশের পরই বরাক উপত্যকা সহ আসামের অ-অসমিয়াদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ কারণ শুধু বরাক উপত্যকার চাকরিপ্রত্যাশীরাই নন, রাজ্যের অন্যান্য অংশ থেকেও এখানে আসেন বাংলায় ডিপ্লোমা নিতে৷ বাঙালিদের পাশাপাশি ভর্তি হন প্রচুর মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, হিন্দিভাষীরা৷
সাম্প্রতিক বিজ্ঞাপনে এই ডিপ্লোমার উল্লেখ না থাকায় তাদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে৷ প্রতিবাদে সরব হয় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ, এসইউসিআই সহ বিভিন্ন সংগঠন৷ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও ক্ষোভ ব্যক্ত করে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন৷ স্মারকলিপি পাঠায় বঙ্গ সাহিত্য এবং প্রবীণ নাগরিকরা৷ এর পরই প্রীতম শইকিয়ার ফোনে চাকরিপ্রত্যাশী সহ সংগঠনগুলির দুশ্চিন্তা কাটে৷ গৌতমবাবু প্রীতম শইকিয়া, কমলাক্ষ দে পুরকায়স্থ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান৷