NE UpdatesHappeningsBreaking News
শিক্ষকদের কোভিড টেস্ট স্কুলে স্কুলে হোক, দাবি এসইউসিআইর
২৯ আগস্ট: করোনা ভাইরাসে প্ৰতিদিন হাজার হাজার মানুষ আক্ৰান্ত হচ্ছেন৷ এই সময় আসাম সরকার স্কুলসমূহ খোলার জন্য তৎপর হয়ে পড়েছে এবং শিক্ষকদের লালারস পরীক্ষা করার জন্য আদেশ জারি করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে এসইউসিআই৷ দলের রাজ্য সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক বিবৃতিতে বলেন, শিক্ষকদের একটি স্থানে জমায়েত করলে সামাজিক দূরত্ব সম্পূৰ্ণ রূপে লঙ্ঘিত হয় এবং অনেক বয়স্ক শিক্ষকের পক্ষে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে, এই ভাবে করোনা সংক্রমণ বৃদ্ধিই হবে।
তাঁর অভিযোগ, ইতিমধ্যে লালারস পরীক্ষা করাতে গিয়ে সামাজিক দূরত্ব লঙ্ঘিত হয়ে রাজ্যের অনেক স্থানে বহু শিক্ষক কোভিড পজিটিভ হয়েছেন । তাই করোনা সংক্রমণ নিম্নগামী না হওয়া পর্যন্ত স্কুলসমূহ খোলা থেকে বিরত থাকতে তিনি রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান এবং শিক্ষকরা যদি লালারস পরীক্ষা করতে চান, তাহলে তাঁদের নিজেদের স্কুলে পরীক্ষা করার ব্যবস্থা করতে তিনি দাবি জানান ।