Barak UpdatesHappeningsBreaking News

শিক্ষকদের কোভিড টেস্ট, জানেই না স্বাস্থ্য দফতর

২৪ আগস্ট: প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষকদের কোভিড টেস্টের  নির্দেশ দিয়েছেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে ওই টেস্ট সেরে নিতে বলা হয়েছে তাঁদের৷ সে হিসাবে সোমবার চারদিন পেরিয়ে গেল৷ কিন্তু স্বাস্থ্য দফতরে এখনও শিক্ষকদের কোভিড টেস্টের কোনও নির্দেশ পৌঁছায়নি৷ এ নিয়ে উদ্বেগে শিক্ষকরা৷ শিক্ষামন্ত্রীর নির্দেশ পেয়ে অনেক শিক্ষক  ব্যক্তিগতভাবে বিভিন্ন হাসপাতালে যান৷ কেউ ছুটে যান মেডিক্যাল কলেজে৷ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আবার একযোগে সকলের করোনা পরীক্ষার জন্য আবেদন করতে গিয়ে ব্যর্থ মনোরথে ফিরছেন৷

স্বাস্থ্যকর্তাদের কাছে যে এখনও বিভাগীয় নির্দেশই আসেনি! এ নিয়ে কম অস্বস্তিতে নেই স্বাস্থ্য বিভাগের কর্মীরা৷ আর এক সপ্তাহও বাকি নেই৷ এত কম সময়ে কী করে সমস্ত শিক্ষকের আরটিপিসিআর টেস্ট সম্ভব, ভেবে দিশাহারা এরা৷ এর ওপর, ল্যাব টেকনিসিয়ানরা করোনায় আক্রান্ত হয়ে পড়ায় রুটিন কাজগুলিই সম্ভব হচ্ছে না৷  শিক্ষকদের সামনে আরেক সঙ্কট, ২৭ অগস্ট থেকে ৯ দিনের লকডাউনে কী করে তাঁরা যাবেন কোভিড টেস্ট করাতে! কারও কাছে কোনও প্রশ্নের জবাব পাচ্ছেন না তাঁরা ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker