India & World UpdatesHappeningsAnalyticsBreaking News
শিকড় ভুলে যাননি, মোদিকে প্রশংসায় ভাসালেন গুলাম নবি
২৮ ফেব্রুয়ারিঃ নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসালেন কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম নবি আজাদ। আজ রবিবার জম্মুতে গুজ্জর সম্প্রদায়ের এক অনুষ্ঠানে গিয়েছিলেন আজাদ। সেখানে মোদির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “নরেন্দ্র মোদির কাছ থেকে মানুষের শেখা উচিত। এক জন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু নিজের শিকড়কে ভুলে যাননি। নিজেকে এখনও গর্বের সঙ্গে চা ওয়ালা বলেন।” মোদির সঙ্গে তাঁর রাজনৈতিক মতভেদ রয়েছে ঠিকই। তবে মোদিকে মাটির মানুষ বলেই স্বীকার করেছেন আজাদ।
চলতি মাসেই রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে অবসর নিয়েছেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। তাঁর বিদায় পর্বে বক্তৃতায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী। আজাদ সম্পর্কে ১৩ মিনিটের বক্তব্যে সংসদে কয়েক বার আবেগবিহ্বল হতে দেখা যায় তাঁকে। জম্মু-কাশ্মীরে ২০০৭-এ জঙ্গি হামলার ঘটনায় গুজরাটের পর্যটকদের কীভাবে সহযোগিতা করেছিলেন, তা স্মরণ করে আজাদকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন মোদি। বলেছিলেন, ‘‘আপনার শূন্যস্থান পূরণ হওয়া সম্ভব নয়। আপনাকে অবসর নিতে দেব না।” তাঁর প্রত্যুত্তরে আজাদ বলেছিলেন, “মোদির সঙ্গে মৌখিক বিবাদের পরও সেগুলো মনে রাখেননি তিনি। ব্যক্তিগত আক্রমণ করেননি কখনও।” রাজ্যসভা থেকে অবসরের পর প্রায় ২ সপ্তাহ কেটে গিয়েছে। আর রবিবার জনসমক্ষে ফের তাঁর মুখে মোদির প্রশংসা শোনা গেল।