NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
শাহের উপস্থিতিতে শান্তিচুক্তি আলফার
ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বরঃ অবশেষে শান্তিচুক্তিতে সই করল আলফা। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু আলফার পরেশ বরুয়া গোষ্ঠী এই চুক্তির বিরোধিতা করেছে।
চুক্তির শর্ত অনুযায়ী, আসামে অনুপ্রবেশকারী রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের জমির পাট্টা দেওয়া এবং অসমের উন্নতির জন্য কেন্দ্রীয় অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। চুক্তির পর শাহ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে আলফার সমস্ত যৌক্তিক দাবি মেনে নেবে সরকার। উত্তর-পূর্ব ভারতের উন্নতির জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের উপর আস্থা রাখার জন্য আলফা নেতৃত্বকে অনুরোধ জানান তিনি।
শাহের পাশে বসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, আলফার সঙ্গে শান্তিচুক্তি আসামের বড় অংশে শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। আগেই আলোচনাপন্থী আলফা নেতৃত্ব ও সরকার একপ্রস্ত কথা এগিয়ে রেখেছিল। শুক্রবার শান্তিচুক্তি সম্পাদিত হল।