India & World UpdatesHappeningsBreaking News
শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র ঘোষণা ইউনেস্কোর
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : এবার বিশ্ব ঐতিহ্যক্ষেত্র তালিকায় নাম উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের। রবিবার সন্ধেতে ইউনেস্কো এক্স হ্যান্ডেলে শান্তিনিকেতনকে শুভেচ্ছা জানিয়ে এই ঘোষণা করেছে। এই ঘোষণায় বাংলা এবং শান্তিনিকেতনের মুকুটে নতুন পালকের সংযোজন হল। ইউনেস্কোর ঘোষণার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আনন্দিত এবং গর্বিত। আমাদের শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর অবশেষে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কবি লালন করেছেন এই শান্তিনিকেতনকে।’ একই সঙ্গে তিনি লিখেছেন, বাংলার সরকার গত ১২ বছর ধরে এখানকার পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়েছে। যাঁরা বাংলা ভালোবাসেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন, এবং তাঁর ভ্রাতৃত্বের বার্তাগুলি ভালোবাসেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বার্তার শেষে লিখেছেন, ”জয় বাংলা, প্রণাম গুরুদেবকে।”