Barak UpdatesHappeningsBreaking News
শহিদ কমলা ভট্টাচার্যকে নিয়ে বই প্রকাশ শিলচরে
১৯ মে : বরাক উপত্যকার ভাষা আন্দোলন নিয়ে এই প্রথম কোনও ভাষা শহিদের পরিবারের পক্ষ থেকে বই প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন বিশ্বের প্রথম মহিলা ভাষা শহিদ কমলা ভট্টাচার্যের ভাইয়ের মেয়ে বকুলচন্দ্র ভট্টাচার্যের কন্যা বর্ণালী ভট্টাচার্য। এন আনটোল্ড স্টোরি অব ওয়ার্ল্ডস ফার্স্ট উওম্যান মার্টিয়ার্ডস কমলা ভট্টাচার্য ‘বীরাঙ্গনা কমলা’ শীর্ষক বইটি বৃহস্পতিবার গান্ধীবাগে উনিশে মে-র শহিদ তর্পণ অনুষ্ঠানে উন্মোচন করেন প্রাক্তন শিক্ষিকা অশীতিপর রেখারানি দেব। তিনি কমলা ভট্টাচার্যকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করার লড়াইয়েও শামিল রয়েছেন।
এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, নীহার রঞ্জন পাল, রঞ্জিত দেব, অরিন্দম ভট্টাচার্য, স্বর্ণালী চৌধুরী প্রমুখ। রঞ্জিত দেবের অর্থানুকূল্যে বইটি প্রকাশ পেয়েছে। এ দিন বইটির উন্মোচন অনুষ্ঠানে গৌতম প্রসাদ দত্ত বলেন, বরাকের ভাষা আন্দোলন নিয়ে অনেক বই রচিত হয়েছে। এই বইটি আরও অনালোচিত তথ্য সংযোজিত করবে। এটি অনুসন্ধিৎসু পাঠকদের খোরাক জোগাবে।
বক্তব্য রাখতে গিয়ে নীহার রঞ্জন পাল বলেন, ভাষা আন্দোলন নিয়ে বাংলায় অনেক বই প্রকাশিত হয়েছে। কিন্তু ইংরেজিতে প্রায় নেই বললেই চলে। ফলে বইটি বাঙালি সমাজের বাইরে গিয়ে এক বৃহৎ অংশের পাঠকের কাছে বরাকের ভাষা আন্দোলনের বার্তা পৌছে দেবে। রেখারানি দেব বলেন, তিনি বিশ্বের প্রথম মহিলা ভাষা শহিদ কমলা ভট্টাচার্যকে নিয়ে ডাকটিকিট প্রকাশের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এর জন্য তিনি ডাক বিভাগে অনেক আবেদন নিবেদন করেও সাড়া পাচ্ছেন না। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।