Barak UpdatesHappeningsBreaking News
শহিদ কনকলতার জন্ম শতবর্ষ : ১০ সেপ্টেম্বর কাছাড়ে সাইকেল মিছিল
ওয়েটুবরাক, ২৮ আগস্ট : শহিদ কনকলতার জন্ম শতবর্ষ উপলক্ষে বছরব্যাপী যে অনুষ্ঠান চলছে, এরই অঙ্গ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে ভাগা বাজার পর্যন্ত একটি সাইকেল রেলির আয়োজন করা হয়েছে। গত সোমবার সংগঠনের বিসি দাসগুপ্ত লেনের অস্থায়ী কার্যালয়ে ‘শহিদ কনকলতা জন্ম শতবার্ষিকী উদযাপন সমিতি, কাছাড়’-এর সভাপতি প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ১০ সেপ্টেম্বরের সাইকেল রেলির পর আগামী ২০ সেপ্টেম্বর কনকলতার আত্মবলিদান দিবসে শিলচরে অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে এবং আগামী ডিসেম্বর মাসে সুসজ্জিত একটি বাইক রেলি শিলচর থেকে কনকলতার বাসভবন, বর্তমান শোণিতপুর জেলার বুরুঙ্গা গ্রাম পর্যন্ত পৌঁছে আবার শিলচরে ফিরে আসবে। বছরব্যাপী এই অনুষ্ঠানগুলো সফল করতে সর্বস্তরের জনগণের সাহায্য, সহযোগিতা সমিতির পক্ষ থেকে কামনা করা হয়েছে।