Barak UpdatesHappeningsBreaking News

শনিবার শিলচরে এসে প্রথমে আরএসএস অফিসে যাবেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের সফরসূচি নিয়ে শনিবার শিলচর আসছেন l গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রী শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দর পৌঁছে সকাল ৯টা ১৫ মিনিটে প্রথমে অম্বিকাপট্টিতে যাবেন৷ আরএসএস কার্যালয়ে আলোচনা সেরে বেরিয়ে সকাল ১১টায় মিনি সচিবালয় এলাকা পরিদর্শন করবেন l  সাড়ে ১১টায় মুখ্যমন্ত্রী বাইপাস সড়ক তথা রিং রোডের কাজের অগ্রগতি দেখবেন l বেলা ১২টায় শিলচর রেডক্রসে এক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে শিলচর সার্কিট হাউসে ফিরে আসবেন l বিকেল তিনটায় মুখ্যমন্ত্রীর শিলচর মেডিকেল কলেজে ৪০ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং ৩০ শয্যা বিশিষ্ট শিশুদের জন্য আইসিইউ-এর উদ্বোধন করবেন l বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত জেলাশাসকের কার্যালয়ে হিন্দিভাষী এবং মনিপুরি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে l নির্ধারিত কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে l

পরদিন ১৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী সকাল সাড়ে নয়টায় মতিনগর ভুবন পাহাড়ে এক কার্যসূচিতে যোগ দিতে যাবেন এবং সেখান থেকে ফিরে খাসপুর রাজবাড়িতে তাঁর নির্ধারিত কর্মসূচি রয়েছে l সন্ধ্যা সাড়ে ছয়টায় শিলচর বঙ্গভবনে বিমলাংশু রায় ফাউন্ডেশনের কার্যসূচিতে অংশ নেবেন তিনি l ২০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর আবার বিমান যোগে গুয়াহাটি ফিরে যাবার কথা l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker