Barak UpdatesHappeningsBreaking News
শনিবার বঙ্গভবনে বিজিৎকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা করবেন পবিত্র সরকার
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বরঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আগামী ১৪ ডিসেম্বর বঙ্গভবনের প্রেক্ষাগৃহে (প্রথম তল) বিজিৎকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। বক্তৃতা করবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিখ্যাত ভাষাবিদ পবিত্র সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ।
একই অনুষ্ঠানে ‘সাহিত্য পত্রিকা’র বর্তমান সম্পাদক শিখা ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হবে এবং উন্মোচন করা হবে কুসুম কলিতার বাংলা কাব্যগ্রন্থ।
পরদিন ১৫ ডিসেম্বর বঙ্গভবনের চারতলার সভাগৃহে অনুষ্ঠিত হবে বানান কর্মশালা। তাতে অধ্যাপক পবিত্র সরকার প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। প্রারম্ভিক বক্তৃতা করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য।
১৪ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটায় অনুষ্ঠেয় স্মারক বক্তৃতায় সকলের উপস্থিতি কামনা করছি। ১৫ ডিসেম্বর তারিখের বানান কর্মশালায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করা আবশ্যক।