Barak UpdatesHappeningsCultureBreaking News
শনিবার থেকে শিলচরে চারদিনের সপ্তরাজ রঙ্গ উৎসব

ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি: শিলচরের ভাবীকাল থিয়েটার গ্রুপ ৪১-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। এই উপলক্ষে এ বছরও তারা সপ্তরাজ রঙ্গ উৎসবের আয়োজন করেছে। চারদিনের এই জাতীয় নাট্য উৎসব আগামী শনিবার শুরু হবে। স্থানীয় দলগুলো ছাড়াও শিলচরে আসছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের নাট্যদল। বিভিন্ন ভাষার নাটক প্রদর্শিত হবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে, শিলচরের গান্ধীভবনে।
পরিচালন কমিটির মুখ্য আহ্বায়ক সায়ন্তনী পাল ও প্রচার সচিব শিবম দাস সপ্তরাজ রঙ্গ উৎসবকে সকলের উপস্থিতির মধ্য দিয়ে সফল করে তোলার অনুরোধ জানিয়েছেন। সভাপতি শান্তনু দাস ও সাধারণ সম্পাদক শান্তনু পাল বলেন, বাইরের নাট্যদল আনা যে কতটা কষ্টকর, সংগঠকরা তা বোঝেন। বাইরে থেকে এত দূরে আসতে গিয়ে অভিনেতা-অভিনেত্রীদেরও কম যন্ত্রণা সইতে হয় না। তাঁদের কথায়, সবার সব কষ্ট-যন্ত্রণা লাঘব হয় প্রেক্ষাগৃহে দর্শক-শ্রোতাদের পেলে। দুই শান্তনুবাবুই আশাবাদী, শিলচরের নাট্যমোদী দর্শকমণ্ডলী এবারও সপ্তরাজ রঙ্গ উৎসবে বিপুল পরিমাণে সাড়া দেবেন।