Barak UpdatesBreaking News
শনিবার গান্ধীভবনে নন্দিনী পাঠচক্রের কৃষ্ণচূড়া উৎসব
১৭ মে : বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উনিশ তম কৃষ্ণচূড়া উৎসব ১৮ মে শনিবার শিলচর গান্ধীভবনে অনুষ্ঠিত হবে। এ বার এই উৎসবে অংশ নিতে আসছেন ত্রিপুরার কবি দিলীপ দাস ও গল্পকার দেবব্রত দেব। এছাড়া এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেলা দাস।
নন্দিনী পাঠচক্রের সংস্থা প্রধান ড. সুমিতা ঘোষ ও সাধারণ সম্পাদক মঞ্জুরী রায় জানিয়েছেন, এবারকার উৎসব মোট তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলবে উদ্বোধনী পর্ব। এই পর্বে সংস্থার মুখপাত্র ‘বরাক নন্দিনী’ উন্মোচন করা হবে এবং একইসঙ্গে গুণিজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান থাকবে। দ্বিতীয় পর্বে ‘কবির নিজস্ব পরিচিতি ও পরিচিহ্ন নির্মাণ’ বিষয়ে আলোচনা করবেন ত্রিপুরার কবি দিলীপ দাস। তাছাড়া ‘উত্তর-পূর্বের ছোট অণু-পরমাণু মিনি গল্পের ভবিষ্যৎ : আশা-নিরাশার কিছু কথা’ বলবেন ত্রিপুরা থেকে আসা গল্পকার দেবব্রত দেব। তৃতীয় পর্বে বিকেল তিনটে ১৫ মিনিট থেকে শুরু হবে কবিতা ও অনুগল্প পাঠ। উদ্যোক্তারা এই মনোজ্ঞ উৎসব অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।