Barak UpdatesHappeningsCultureBreaking News
শনিবার কালিকা স্মরণে লোক সংহতি দিবস, শুধু কাছাড়ে কেন?
ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর : প্রয়াত লোকসঙ্গীত শিল্পী, সংগ্রাহক ও গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্ম দিবস উপলক্ষে রাজ্য সরকার ১১ সেপ্টেম্বর ‘লোক সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশে শনিবার সকাল দশটায় গান্ধী ভবনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়েছে । এতে শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান এবং শিল্পীর জীবন দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করবেন বিশিষ্টজনেরা । কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এবং শিলচরের তথ্য ও জনসংযোগের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় এই শ্রদ্ধাঞ্জলি পর্ব কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হবে।
এছাড়া তিন জেলার প্রশাসনের উদ্যোগে উপত্যকার তিন জেলা সদরে এফএলএ-র মাধ্যমে সকাল ৯টায় এবং সন্ধ্যে ৬টায় প্রয়াত শিল্পীর কন্ঠ দেওয়া লোকসংগীতগুলি বাজানো হবে । শিলচরের গান্ধী ভবনে আয়োজন করা শনিবারের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সর্ব জনসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
প্রশ্ন, কালিকাপ্রসাদের মতো শিল্পীর জন্মদিন শুধু কাছাড়ে পালনের আয়োজন কেন? রাজ্য সরকার তাঁর জন্মদিনকে লোকসংহতি দিবস হিসাবে ঘোষণা করলই যখন, তখন গোটা রাজ্যে তাঁকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করল না কেন? কিন্তু কে আর কাকে জবাব দেয় আজকাল! সংহতি বা সমন্বয়ের বার্তা দিয়ে একে কি বেশি করে ব্রহ্মপুত্র উপত্যকায় উদযাপন করা যেত না?