Barak UpdatesHappeningsBreaking News

শনিবার উদ্বোধন উধারবন্দ পূজা মণ্ডপের

ওয়েটুবরাক, ৪ অক্টোবর : আজ শুক্রবার সবে  দ্বিতীয়া৷ শনিবার তৃতীয়া৷ সেদিনেই দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে উধারবন্দ কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি৷ সাংবাদিক সম্মেলন ডেকে পূজা কমিটির অন্যতম কর্মকর্তা শংকর রায় জানান, মণ্ডপ-প্রতিমা নির্মাণ সম্পন্ন হয়েছে৷ তাই দর্শনার্থীদের সুবিধার জন্য শনিবার এর উদ্বোধন করা হবে৷ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সচিব স্বামী গণধীশানন্দ মহারাজ৷ উপস্থিত থাকবেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ সহ বহু বিশিষ্টজনেরা৷

Rananuj

উধারবন্দ কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি এ বার তাদের মণ্ডপ তৈরি করেছে আবুধাবির হিন্দু মন্দিরের আদলে৷ মণ্ডপের অভ্যন্তরে ব্যবহার হয়েছে ক্রিস্টল পাথর৷ দিল্লি, জয়পুর, কলকাতা ও হায়দরাবাদ শহর থেকে ওই ক্রিস্টল পাথর কেনা হয়েছে৷ শংকরবাবুর দাবি, এমন উপকরণে মণ্ডপের অভ্যন্তর কেউ কোথাও কোনওদিন তৈরি করেনি৷

তিনি জানান, পূজামণ্ডপ দশমীর দিন পর্যন্ত খোলা থাকবে৷ দর্শনার্থীদের জন্য বিভিন্ন লাইন থাকলেও তিনি উৎসাহিত করেন বিনা মাশুলের লাইনে দাঁড়িয়ে মণ্ডপ দেখার জন্য৷ বলেন, ওই লাইনে চকলেট দেওয়া হবে৷ পানীয় জলের ব্যবস্থা থাকবে৷

কমিটির কর্মকর্তাদের সোজা বক্তব্য, তাঁরা তাঁদের মতো করে পূজা করেন, কারও সঙ্গে প্রতিযোগিতায় যেতে চান না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker