Barak UpdatesHappeningsBreaking News
শত-করোনাঃ করিমগঞ্জে সব নিম্ন প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি বন্ধের নির্দেশ
ওয়েটুবরাক, ২১ এপ্রিল : কোভিড সংক্রমণ বেড়ে চলায় করিমগঞ্জ জেলার সব নিম্ন প্রাথমিক এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। জেলাশাসক তথা জেলা দুর্যোগ মোকাবেলা কমিটির চেয়ারম্যান আনবামুথান এমপি আজ বুধবার এক নির্দেশে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে একশো । রাজ্যের শিক্ষা বিভাগ আগেই জানিয়ে দিয়েছে, যে সব জেলায় আক্রান্তের সংখ্যা একশো হবে সেসব জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখতে হবে। সে অনুযায়ী করিমগঞ্জের সব নিম্ন প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হল ।
অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে । এই নির্দেশ ৮ মে পর্যন্ত বহাল থাকবে বলে নির্দেশে বলা হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। তবে শিশুদের শুকনো পুষ্টিআহার সপ্তাহে সপ্তাহে শিশুদের ঘরে পৌঁছে দিতে জেলাশাসক নির্দেশ দিয়েছেন।