Barak UpdatesHappeningsBreaking News
লোকাল ট্রেন চালানোর দাবিতে স্মারকপত্র
৫ অক্টোবর: শিলচর-করিমগঞ্জ, শিলচর-ধর্মনগর এবং শিলচর-ভৈরবী ভায়া হাইলাকান্দি লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়ে বৃহস্পতিবার ‘শিলচর – লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটি’র পক্ষ থেকে একটি স্মারকপত্র উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার (ওপেন লাইন) কাছে প্রদান করা হয়৷ শিলচর রেলস্টেশনের সুপারিন্টেন্ডেন্টের হাতে ওই স্মারকপত্র তুলে দিয়ে কমিটির প্রতিনিধিরা বলেন, এই ট্রেনগুলো বন্ধ থাকার ফলে সাধারণ মানুষের চলাচল খুবই কঠিন হয়ে পড়েছে।
আসাম সরকার বাস, ট্রেভেলার, ক্রুইজার ইত্যাদির যাত্রীভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না নিলেও প্রতিটি রুটে পরিবহণ সংস্থাগুলো নিজেদের মতো করে যাত্রীভাড়া ইচ্ছেমতো বাড়িয়ে দিয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে এব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লকডাউন কার্যত উঠে যাওয়ার ফলে বিভিন্ন প্রয়োজনে জনগণকে যাতায়াত করতে হচ্ছে । এই অবস্থায় ট্রেনগুলো চালু হলে যাত্রীরা কিছুটা সুবিধা পেতো। দেশের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে লোকাল ট্রেন চালু হচ্ছে৷ তাই এই অঞ্চলের তিনটি ট্রেন অতি সত্বর চালু করার জোরালো দাবি পেশ করেন তাঁরা। স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন শিলচর-লামডিং ব্রডগজ রূপায়ণ সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক ড. অজয় রায়, মলয় ভট্টাচার্য ও কমল চক্রবর্তী ।