India & World UpdatesHappeningsBreaking News

লোকসভা হামলায় ধৃতদের ১৫ দিনের হেফাজতে

ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বর : লোকসভা হামলায় ধৃত সাগর, মনোরঞ্জন, নীলম, অমলদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে পুলিশ ৷ যদি অন্য কোনও সংগঠন তাদের অর্থ দিয়ে থাকে, তা জানার চেষ্টা চলছে ৷ ধৃতদের এনআইএ-র বিশেষ বিচারকের সামনে পেশ করা হলে তিনি তাদের ১৫ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷ দিল্লি পুলিশের বিশেষ সেল পাঁচজনের বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷

শহিদ ভগৎ সিংয়ের থেকে অনুপ্রাণিত হয়েই সংসদে হামলা করেছে অভিযুক্তরা ৷ জিজ্ঞাসাবাদে এমনটাই জানতে পেরেছে পুলিশ ৷ ১৩ ডিসেম্বর লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন দর্শকাসন থেকে ঝাঁপিয়ে পড়ে সাগর শর্মা ও মনোরঞ্জন ডি ৷ আর একই সময়ে সংসদের বাইরে স্লোগান দিচ্ছিল অমল ও নীলম ৷ তাদের সবাই এখন পুলিশি হেফাজতে ৷ এদিকে বৃহস্পতিবার রাতে নিজেই থানায় আত্মসমর্পণ করেছে এই হামলার মূল অভিযুক্ত ললিত মোহন ঝা ৷ তারা সবাই শহিদ ভগৎ সিংকে নকল করার চেষ্টায় এই কাণ্ড করেছে বলে জানা গিয়েছে ৷

তাদের লোকসভা কক্ষে প্যামফ্লেট ছুড়ে ফেলার পরিকল্পনা ছিল ৷ বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানায়, তাদের কাছ থেকে সেই প্যামফ্লেট পাওয়া গিয়েছে ৷ তাতে লেখা রয়েছে, “প্রধানমন্ত্রী নিখোঁজ ৷ যে তাঁকে খুঁজে দিতে পারবেন, তাঁকে সুইস ব্যাঙ্ক থেকে টাকা দেওয়া হবে ৷”

অভিযুক্তরা সবাই মিলে সোশাল মিডিয়ায় ‘ভগৎ সিং যুব ফ্যান ক্লাব’ নামের একটি পেজও তৈরি করেছিল ৷ তবে পরে সেই পেজটি মুছে ফেলা হয় ৷ অভিযুক্তরা জানিয়েছে, কৃষক আন্দোলন, মণিপুর সংঘর্ষ নিয়ে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চেয়েছিল ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker