India & World UpdatesHappeningsBreaking News
লোকসভা-বিধানসভার তালিকাতেই হবে পঞ্চায়েত-পুরভোট, আলোচনা শুরু
৩০ আগস্টঃ আলাদা কোনও তালিকা নয়, লোকসভা ও বিধানসভার ভোটার তালিকাতেই হবে পঞ্চায়েত ও পুরনির্বাচন। এমনটাই চাইছে কেন্দ্রীয় সরকার।
ভারতের নির্বাচন কমিশন যে ভোটার তালিকা তৈরি করে, তার ভিত্তিতে লোকসভা ও বিধানসভার নির্বাচন হয়। আবার পঞ্চায়েত ও পুরভোটের জন্য রাজ্য স্তরের নির্বাচন কমিশনগুলি অন্য তালিকা তৈরি করে। কেন্দ্র এখন চাইছে, সমস্ত ভোট হবে এক ভোটার তালিকায়। তাদের কথায়, বারবার তালিকা প্রণয়নে একই কাজের জন্য একাধিকবার খরচ হচ্ছে, আবার মানুষও বিভ্রান্ত হচ্ছেন। চলতি মাসের গোড়াতেই প্রধানমন্ত্রীর দফতর এ নিয়ে বৈঠক ডেকেছিল। আইন মন্ত্রক ও নির্বাচন কমিশনের কর্তারা সেখানে তাঁদের মতামত দিয়েছেন। অনেকের অবশ্য ধারণা, সব ভোট একসঙ্গে করার যে কর্মসূচি কেন্দ্রের রয়েছে, এই সিদ্ধান্ত সেই দিকে নজর রেখেই। রাজ্যগুলির সহযোগিতা নিয়েই তাই কেন্দ্র বিষয়টি নিয়ে এগোতে চাইছে।