NE UpdatesHappeningsBreaking News
‘লেডি সিংহম’ জুনমণি রাভা দুর্ঘটনায় নিহত
ওয়েটুবরাক. ১৭ মে: লেডি সিংহম বলে পরিচিত নগাঁওয়ের মরিকলং থানার ওসি জুনমণি রাভা সোমবার গভীর রাতে জখলাবান্ধা এলাকায় সংঘটিত দুর্ঘটনায় প্রাণ হারালেন। পুলিশ জানিয়েছে, রাতে নিজেই গাড়ি চালিয়ে উজানি অসমের দিকে যাচ্ছিলেন জুনমণি। জখলাবান্ধার সরুভগিয়া এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা কন্টেনারে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জুনমণির মৃত্যু হয়। তাঁর মায়ের দাবি, দুর্ঘটনার পরেই রাত ৩টে নাগাদ নওগাঁওয়ের এসপি, ডিএসপিরা জুনমণির বাড়িতে হানা দেন। হাঁস-মুরগি ও শুয়োর বিক্রি করে রাখা ১ লক্ষ টাকা অন্যায় ভাবে বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ। জুনমণির মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে তাঁর পরিবার। ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন জুনমণি। মাজুলি ও নগাঁওতে থাকাকালীন জুন বেশ কিছু সাহসিকতার কাজ করেছিলেন তিনি। এক বিধায়কের হুমকির সামনে মাথা নত না করে, স্পষ্টভাবে আইন মেনে কাজ করার কথা বলেছিলেন জুন। সেই অডিয়ো কল রেকর্ডিংও ভাইরাল হয়ে জুনকে জনপ্রিয় করে।
বাগদানের পরেও প্রেমিক তথা হবু স্বামীর দুর্নীতি ও টাকা তছরূপের কথা জানতে পেরে তাকে গ্রেফতার করেছিলেন আসাম পুলিশের এসআই জুনমণি রাভা। পরে ওই ঘটনায় জুনকেও গ্রেফতার করেছিল পুলিশ। অবশ্য ছাড়া পেয়ে ফের কাজে বহাল হয়েছিলেন জুনমণি। হয়েছিলেন নগাঁওয়ের মরিকলং থানার ওসি
এ দিকে, কেন রাতে জুন নিজে গাড়ি চালিয়ে উজানি অসমে যাচ্ছিলেন, কেন এসপি-ডিএসপি জুনের আবাসে অভিযান চালিয়ে টাকা বাজেয়াপ্ত করেন সেই সব নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই জানা গিয়েছে লখিমপুরে জুনমণির বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ নিয়ে এফআইআর হয়েছিল। পুলিশ সবদিক তদন্ত করে দেখছে। আজ জুনমণির দেহ গুয়াহাটির কাহিলীপাড়ার বাড়িতে আনা হয়। অন্ত্যেষ্টি হয় জনজাতি শ্মশানে। পুলিশের তরফে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।