NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

লীনা দোলে হাইলাকান্দির নয়া এসপি, নবনীত নগাঁওয়ে

ওয়েটুবরাক, ২১ মে : জোনমণির রহস্যজনক মৃত্যু পুলিশ সুপার পর্যায়ে রদবদল ঘটিয়েছে৷ নগাঁও জেলার পুলিশ সুপার লীনা দোলেকে হাইলাকান্দিতে পাঠানো হয়েছে৷ হাইলাকান্দি থেকে বদলি হয়ে নবনীত মহন্ত নগাঁওয়ে যাচ্ছেন৷

Rananuj

শনিবার আসাম সরকারের স্বরাষ্ট্র দফতর এক নির্দেশে এই বদলির কথা ঘোষণা করে৷ একই নির্দেশে আনন্দ মিশ্র এবং ড. বেদান্ত মাধব রাজখোয়ার মধ্যে দায়িত্ব বদল হতে চলেছে৷ আনন্দ মিশ্র এতদিন এআইজি (স্পোর্টস) পদে ছিলেন৷ তাঁকে এখন লখিমপুরের পুলিশ সুপার করা হয়েছে৷ ওই পদে বর্তমান বেদান্ত মাধব রাজখোয়াকে এআইজি (স্পোর্টস) পদে বদলি করা হয়েছে৷

লীনা দোলের মতো নগাঁও থেকে বদলি করা হয়েছে রূপজ্যোতি কলিতা এবং ত্রিদীপ প্রতীম কুমবাংকেও৷ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রূপজ্যোতি কলিতাকে উলুবাড়ি স্থিত সদর দফতরে অ্যাটাচ করা হয়েছে৷ অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) ত্রিদীপ প্রতীম কুমবাংকে একই পদে তামুলপুরে বদলি করা হয়েছে৷ কুমবাঙের জায়গায় যাচ্ছেন মরিগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সুপ্রতীভ লাল বরুয়া৷ রূপজ্যোতির জায়গায় নগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পদে দায়িত্ব নেবেন সপ্তম আসাম পুলিশ ব্যাটেলিয়নের টু-আই-সি পার্থপ্রতীম শইকিয়া৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker