Barak UpdatesHappeningsBreaking News
লায়লাপুর সীমান্তে এ বার উদ্ধার ওরাংওটাং
২৭ সেপ্টেম্বর : সীমান্ত দিয়ে গরু, কুকুর পাচারের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু এ বার দু-দুটো শিম্পাঞ্জি জাতীয় প্রাণী উদ্ধারের ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। মঙ্গলবার সকালে কাছাড় জেলার লায়লাপুর থেকে উদ্ধার হয়েছে এই দুটো বন্যপ্রাণী। বনবিভাগ জানিয়েছে, এরা ওরাংওটাং৷ বিরল প্রজাতির বন্যপ্রাণী৷ এগুলি এখন মূলত ইন্দোনেশিয়ার জঙ্গলে পাওয়া যায়৷
সীমান্ত এলাকায় নাকা চেকিংয়ের সময় ধলাই পুলিশ এদের উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নাকা চেকিং-এর সময় দুষ্কৃতীরা ওরাংওটাং দুটোকে ফেলে রেখে পালিয়ে যায়। এগুলো ব্যাগবন্দি হয়ে খাঁচার ভেতরে ছিল। পুলিশ আরও জানিয়েছে, মায়ান্মার থেকে মিজোরাম হয়ে কাছাড় জেলার উপর দিয়ে ওরাংওটাং দুটোকে বহিঃরাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। তবে এ ঘটনায় কোনও পাচারকারীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে এ নিয়ে একটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে।
কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, উদ্ধার হওয়া বন্যপ্রাণী দুটি বিলুপ্তপ্রায় প্রজাতির। কড়া নিরাপত্তা বলয় দেখে দুষ্কৃতীরা এ দুটিকে ফেলে রেখে পালিয়ে গেছে। তিনি বলেন, উদ্ধারের পর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌছেছেন। এই দুটি বন্যপ্রাণীর যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছুদিন আগে কামরূপেও এ ধরনের বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছিল। দুষ্কৃতীরা ইন্দোনেশিয়া থেকে মায়ান্মার হয়ে এই বিরল প্রজাতির বন্যপ্রাণীকে মিজোরাম সীমান্ত দিয়ে এ দেশে নিয়ে আসে। এরপর কাছাড় জেলার উপর দিয়ে দেশের অন্য রাজ্যে নিয়ে যাবার ফন্দি এঁটেছিল।