Barak UpdatesHappenings
লায়ন্স ভ্যালিভিউর উদ্যোগে দুধপাতিলে ডায়াবেটিস-কোলেস্টোরেল পরীক্ষা শিবির

ওয়ে টু বরাক, ৮ ডিসেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউর উদ্যোগে এবং ইয়ুথস অ্যাগেনস্ট সোসিয়াল ইভিল্স-এর দক্ষিণ দুধপাতিল সাব কমিটির সহযোগিতায় রবিবার দুধপাতিলে এক ডায়াবেটিস ও কোলেস্টোরেল পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে আগে তালিকাভুক্ত ২০ জনের কলেস্টোরেল ও ৫২ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। যাদের কোলেস্টোরেল ও সুগার মাত্রাতিরিক্ত পরিলক্ষিত হয়েছে, তাদের পরবর্তী চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ক্লাব ভ্যালিভিউ।
ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় এবং কোষাধ্যক্ষ সন্দীপ শীল ও ইয়াসির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রশিদ আহমেদ লস্কর, আহাদ হুসেন বড়ভূঁইয়া, মহিউদ্দিন লস্কর এবং স্বাস্থ্যকর্মী ফয়জা ইয়াসমিন বড়ভূঁইয়া। কোলেস্টোরেল পরীক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্যাথকাইন্ড ল্যাবস্, যার পক্ষে উপস্থিত ছিলেন পার্থসারথি রায়।