NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
লায়ন্স পিস পোস্টার প্রতিযোগিতা, আগামী প্রজন্মের তুলির টানে শান্তির বার্তা
ওয়েটুবরাক, ২১ নভেম্বর : প্রতি বছরের ন্যায় লায়ন্স ইন্টারন্যাশনেলের উদ্যোগে অনুষ্ঠিত হয় লায়ন্স -জিলা ভিত্তিক অনুর্ধ চৌদ্দ অঙ্কন প্রতিযোগিতা বা পিস পোস্টার কনটেস্ট। এতে গুয়াহাটি, আগরতলা, শিলচর সহ উত্তর-পূর্ব জেলাগুলির শতাধিক শিশু অংশগ্রহণ করে।
গত ১৮ নভেম্বর এই সমস্ত চিত্রাঙ্কন নিয়ে স্থানীয় কাছাড় ক্লাবে অনুষ্ঠিত হয় প্রদর্শনী এবং পাশাপাশি বেছে নেওয়া হয় শ্রেষ্ঠ অঙ্কনটিকে।
এই অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট চিত্রশিল্পী বিশ্বজিৎ দত্ত, শাস্বতী দত্ত এবং বাবী দত্ত।
সেদিন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নির্মল ভুরা, কেবিনেট সচিব অনিল জৈন, পিস পোস্টার চেয়ারপারসন সুমন পাটোয়া ,রিজিওন চেয়ারপার্সন অনুপ দত্ত, জোন চেয়ারপার্সন পারমিতা পাল সহ বরাকের লায়ন পরিবারের বিশিষ্ট সদস্য রবীন্দ্রনাথ দত্ত বণিক, সুমন্ত্র সারথি এন্দ, রূপনয়ণ দাস প্রমুখ।
এবারের লায়ন্স পিস পোস্টারের বিজেতা হল ইয়ানা আগরওয়াল৷ সে লায়ন্স ক্লাব অফ গুয়াহাটি উমঙ্গ-র মারফত অংশগ্রহণ করে৷
এক প্রেসবার্তায় এ খবর জানান লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি এর কেবিনেট পি.আর.ও. সব্যসাচী রুদ্র গুপ্ত।