India & World UpdatesHappeningsBreaking News
লালুপ্রসাদের পরিবারের ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
ওয়েটুবরাক, ১ আগস্ট : জমি দিয়ে চাকরির দুর্নীতিতে কড়া শাস্তির মুখে পড়লেন লালুপ্রসাদ যাদব৷ তাঁর পরিবারের ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ যাদব জমির বিনিময়ে রেলে নিয়োগের ব্যবস্থা করেন। তাঁর পরিবার ও সহযোগীরাও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। গত ১৮ মে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়িদেবীকে এই চাকরি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব, আরজেডি সাংসদ তথা পরিবারের অন্যান্য সদস্য মিসা ভারতী, চন্দা যাদব ও রাগিনী যাদব-সহ যাদব পরিবারের অন্যান্য সদস্যদেরও গত কয়েক মাস ধরে এই মামলায় জিজ্ঞাসাবাদ করার কাজ চালাচ্ছে ইডি। এখন তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।