Barak Updates

লায়ন্স ক্লাব ভ্যালি ভিউর শিবিরে একশো রোগী দেখলেন টিম সম্বুদ্ধ

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর : আজ শনিবার ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’ একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করে। নিউরো সমস্যা, স্ট্রোক, মস্তিষ্ক ও মেরুদন্ডের সমস্যার সাথে সম্পর্কিত ছিল এই শিবির।  বিশিষ্ট নিউরোসার্জন সম্বুদ্ধ ধর এবং তার দল  প্রাক-মনোনীত ১০০ রোগীকে পরীক্ষা করেন এবং তাদের বিনামূল্যে ওষুধও দিয়েছেন। বিশু দেব, সাইলু হুসেনের উপস্থিতিতে শিবিরকে বিভিন্নভাবে সমর্থন করেছেন সোম দুবে, মুজাহিদুল ইসলাম, আরিফ উদ্দিন মিয়া, রুথি হরণচোল, সঞ্জিতা দাস, সমরজিৎ মোদক, জীবন দাস প্রমুখ। রোগীরা এমন একটি গুরুত্বপূর্ণ বিনামূল্যের ক্যাম্প পরিচালনায় তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন যেখানে পরিচর্যাকারীরা বিনামূল্যে ইসিজি, ইইজি, এনসিবি, ফিজিওথেরাপির মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। উপস্থিত ছিলেন ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’-এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রজেক্ট চেয়ারপার্সন মৃন্ময় রায়, কো-পিসি মীনারা বেগম লস্কর, নন্দা রায়, আবদুল মতিন খান এবং জোন-১০-এর জোন চেয়ারপারসন সঞ্জীব রায়। ইয়ুথস এগেনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি এই বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরিচালনা সহযোগী অংশীদার ছিলেন। উপস্থিত ছিলেন কল্যাণ কান্তি ধর, রত্নজ্যোতি চক্রবর্তী, শ্যামলী ভট্টাচার্য, অরুণ কুমার দে এবং অন্যান্য অনেকে।

ক্লাব ‘ভ্যালি ভিউর’ পক্ষে বন্দিতা ত্রিবেদী রায় ডঃ সম্বুদ্ধ ধরকে তার মহান সহযোগিতা এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের মহৎ উদ্দেশ্যে স্কুলটি প্রদান করার জন্য। মৃন্ময় রায় জানান, আগামী দিনে ক্লাব ‘ভ্যালি ভিউ’ কর্তৃক , কাছাড়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে , এরকম আরও অনেক বিনামূল্যের শিবিরের আয়োজন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker