Barak UpdatesHappeningsBreaking News
লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির মানবাধিকার দিবস পালন
ওয়েটুবরাক, ১০ ডিসেম্বর : লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির উদ্যোগে আজ শনিবার পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই উপলক্ষে টাউন হাই স্কুলে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানে শতাধিক ছাত্র, শিক্ষক এবং অশিক্ষক কর্মী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন শুক্লবৈদ্য৷ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিক সাদিক মোহাম্মদ লস্কর৷ তিনি তাঁর তথ্যপূর্ণ বক্তৃতায় মানবাধিকারের বিভিন্ন দিক এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন উদাহরণ পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করেন।
ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য ছাত্রদের সর্বদা নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানান। সঞ্চালনা করেন ক্লাব ভ্যালি সম্পাদক সঞ্জীব রায়৷ সাদিক মহম্মদ লস্করকে ক্লাব ভ্যালির পক্ষ থেকে চাদর ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়৷ চন্দন শুক্লবৈদ্যকেও সংবর্ধিত করা হয়। ক্লাব ভ্যালির সদস্যরা এবং অন্যান্য প্রতিনিধিরা পরে নিকটবর্তী ২৫ নম্বর আরবান অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করেন৷