Barak UpdatesHappeningsBreaking News
লায়নস স্কলারের নতুন কমিটি দায়িত্ব নিল, সভাপতি অরিজিৎই
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : নতুন বোর্ড গড়ল লায়নস ক্লাব অফ শিলচর স্কলারস৷ এ উপলক্ষে রবিবার শিলচরের এক অভিজাত হোটেলে ‘ইনস্টলেশন অ্যান্ড ইনডাকশন’ অর্থাৎ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়৷ সেখানেই সভাপতি পদে ফের দায়িত্ব গ্রহণ করলেন অরিজিৎ গোস্বামী৷ সেই অনুষ্ঠানে ‘লায়ন’ করা হলো আরও তিনজনকে৷ তাঁরা হলেন সুপ্রভা রাজকুমারী সিনহা, কল্পজ্যোতি ভট্টাচার্য ও বিজয়েতা হালদার৷ সভায় ইনস্টলেশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন অরিন্দম ভট্টাচার্য৷ ইনডাকশন অফিসার শাখী ভট্টাচার্য৷ ভট্টাচার্য দম্পতি ক্রমে নতুন কমিটি ঘোষণা এবং নতুন সদস্যদের বরণ করতে গিয়ে লায়ন্স ক্লাব সম্পর্কে নানা তথ্য প্রদান করেন৷ অতিথি হিসাবে উপস্থিত থেকে মনোজ্ঞ বক্তৃতা করলেন জোন চেয়ারপার্সন সুজিত খান্ডেলওয়াল৷ গাইডিং লায়ন ইন্দ্রাণী ভট্টাচার্যও ফাঁকে ফাঁকে মূল্যবান কথা বলেন৷
অরিজিৎ জানান, ২০২১ সালে তাঁদের এই ক্লাবের যাত্রা শুরু হয়৷ প্রথম বছরে যে টুকু ভাল কাজ তাঁরা করেছেন, সেটা সম্ভব হয়েছে সকলের সহযোগিতা ও অংশগ্রহণে৷ এ বারের নতুন বোর্ডে সহসভাপতি হয়েছেন কল্পজ্যোতি ভট্টাচার্য ও শামিম আরা লস্কর৷ সম্পাদক অনামিকা চক্রবর্তী৷ সহ-সম্পাদক কাবেরী নমঃশূদ্র৷ কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সিনহা৷
লায়নস ক্লাব অফ শিলচর স্কলারসের বছরভর কাজকর্মে সহযোগিতার জন্য তিনজন চিকিৎসক ও চারজন সাংবাদিককে সংবর্ধনা জানানো হয়৷ চিকিৎসকরা হলেন ডা. মৃন্ময় চক্রবর্তী, ডা. কনকদীপ শর্মা ও ডা. সু্প্রভা গোয়ালা৷ সংবর্ধিত সাংবাদিকরা অংশুমান আচার্য, বিপ্লবকান্তি দে, উত্তমকুমার সাহা ও কনৌজকান্তি (ভাস্কর) সোম৷ ডা. গোয়ালা এবং সাংবাদিক সোম অবশ্য অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি৷