Barak UpdatesHappeningsBreaking News
লায়নস ক্লাব শিলচর ভ্যালির উদ্যোগে ক্যান্সার সচেতনতা
ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : ‘বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস’ উপলক্ষে ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি’ শনিবার মালুগ্রামের শ্রীশ্রী রাধারমণ উচ্চ বিদ্যালয়ে ‘ক্যান্সার সচেতনতা কর্মসূচির’ আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান বক্তা কাছাড় ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের কাউন্সেলর ফারহানা ইয়াসমিন লস্কর ক্যান্সারের বিভিন্ন দিক এবং প্রতিরোধ ও নিরাময়ের প্রতিকার নিয়ে কথা বলেছেন। তিনি ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের বিপুল সংখ্যক সমাবেশের সামনে অত্যন্ত তথ্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র নাথ ও ক্লাব ভ্যালির পক্ষ থেকে চন্দ্রাবতী রায় বক্তব্য রাখেন। উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা ছিলেন ক্লাব ভ্যালির পথপ্রদর্শক সাখী ভট্টাচার্য, শিক্ষিকা চন্দ্রিমা মল্লিক, জয়া দেবরায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দিতা ত্রিবেদী রায়। তিনি জানান, ক্লাব ভ্যালি আগামী দিনেও বিভিন্ন অঞ্চলে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাবে।