India & World UpdatesHappeningsBreaking News
লামডিং থেকে ৫ পিস্তল নিয়ে ত্রিপুরায়, গ্রেফতার উপজাতি মহিলা
২৯ মেঃ ৫ পিস্তল নিয়ে আগরতলা রেলস্টেশনে যাওয়ার পথে ট্রেনেই ধরা পড়ল এক উপজাতি মহিলা। ধৃতের নাম শৈলরানি চাকমা। বাড়ি দক্ষিণ ত্রিপুরার নতুনবাজারে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ধর্মনগর ও আমবাসার মধ্যবর্তী স্থানে আরপিএফ তল্লাশি চালায়। ধরা পড়ে শৈলরানি জানায়, তিনি পিস্তল সহ লামডিঙে দেওধর এক্সপ্রেসে ওঠেন। আগরতলা স্টেশনে নেমে দুই যুবককে সেগুলি তুলে দেওয়ার কথা ছিল। দুই য়ুবক লরেন্স দেববর্মা এবং বিনোদ দেববর্মা ততক্ষণে স্টেশনে এসে দাঁড়িয়েছিল। শৈলবালা ধরা পড়ার খবর চাউর হওয়ার আগেই আরপিএফ আগরতলা স্টেশনে জাল বিছায়। লরেন্স ও বিনোদ ধরা পড়ে যায়। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে।
আরপিএফ জানিয়েছে, ৫টি পিস্তলের সঙ্গে ৩৩ বছর বয়সী শৈলবালার কাছ থেকে কার্তুজ ভরা ৬টি ম্যাগজিন এবং দুইটা মোবাইল সেট এবং একটি এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।