Barak UpdatesHappeningsBreaking News
লাভ জেহাদের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিল বজরঙ দল, জ্বলল বাইক

ওয়েটুবরাক, ২৫ মার্চ: লাভ জেহাদের অভিযোগে মঙ্গলবার ন্যাশনাল হাইওয়ে এলাকায় এক যুবককে আটক করে বজরঙ দলের একদল কর্মী। উত্তম মধ্যম দিয়ে তাকে তাঁরা তুলে দেন স্থানীয় পুলিশের হাতে।
তাদের অভিযোগ, যুবকটি হিন্দু পরিচয় দিয়ে এক তরুণীকে প্রেমে ফাসায়। পরবর্তী সময়ে তার প্রকৃত নাম জেনে তরুণী ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। বিশ্বাসঘাতকতার জন্য তিনি তাকে ঘৃণা করেন বলেই জানিয়ে দেন। কিন্তু যুবকটি নাছোড়বান্দা হয়ে তরুণীকে উত্যক্ত করা শুরু করে। অভিযোগ, মঙ্গলবার ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তরুণীকে অপহরণের চেষ্টা করে সে। বলপূর্বক তাকে টেনে মোটরসাইকেলে বসিয়ে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে বজরঙ দলের কর্মীরা পথে নামে। পুলিশের কাছে তুলে দেয় এরা।
ধৃত যুবকের নাম শাহিদ হোসেন বড়ভুইয়া। বাড়ি কাঁঠাল রোড এলাকায়।