Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

লাতুতে সীমান্ত হাট হবে, জানালেন আনবামুথান

২৭ জানুয়ারি: করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তবর্তী লাতুতে একটি সীমান্ত হাট নির্মাণ করা হবে‌‌।মঙ্গলবার করিমগঞ্জের সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর দেওয়া ভাষণে জেলাশাসক আনবামুথান এমপি এই তথ্য জানান।  তিনি বলেন, কুশিয়ারা নদী দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রফতানি করিমগঞ্জ দিয়ে শুরু হয়েছে।এবছর জেলায় ধানের ফলন ২ লক্ষ ৫৭ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। প্যাটেল নগর নির্মীয়মান পাওয়ার স্টেশনের কাজ আগামী মাসে শেষ হবে। ফলে জেলায় লোডশেডিং-এর সমস্যা থাকবে না। জেলাশাসক জানান, এমজিএনরেগায় ৯০ লক্ষ ৬০ হাজার কর্মদিবস সৃষ্টি করা হয়েছে। এতে ১৮,৮৪৫ টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৭,৭০৮টি ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে।পিএইচইতে জেলায় ১৩২ টি জল প্রকল্পের কাজ চলছে।
প্যারেডে অভিবাদন গ্রহণ করে জেলাশাসক আরও জানান, শিল্প ও বাণিজ্য বিভাগে জেলায় ৪০৪টি গ্রুপের ৩৬৬৫ জনকে ৩০ হাজার টাকা করে অর্থ ব্যাংক ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আনন্দরাম বরুয়া পুরস্কার হিসাবে জেলায় ১৫২১ জন পড়ুয়াকে ল্যাপটপ এবং ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে জন ছাত্রীদের স্কুটি দেওয়া হয়েছে। এদিকে প্রজাতন্ত্র দিবস পালনের জন্য সীমান্ত শহরে সরকারি উদ্যোগে বিভিন্ন কার্যসূচিও আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker