NE UpdatesHappeningsBreaking News
লাচিত বরফুকনের বিষয়ে ৫ লক্ষের ওপর লেখা পেয়েছে রাজ্য সরকার
১৯ নভেম্বর : লাচিত বরফুকনের জন্মজয়ন্তী বিশেষভাবে উদযাপন করার জন্য অসম সরকার বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। আগামী ২৪ নভেম্বর বীর লাচিতের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৭ দিনের কার্যসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া অসম সরকারের ব্যবস্থাপনায় দিল্লিতে দুদিনের লাচিত দিবস জন্মজয়ন্তী পালন করা হবে।
উল্লেখ্য, এ পর্যন্ত সরকার লাচিত বরফুকনের জীবনের ওপর ৫ লক্ষ ৩৭ হাজার ১৫২টি লেখা পেয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইট করে এ কথা জানিয়েছেন। এর পাশাপাশি বীর লাচিতের ৪০০তম জন্মজয়ন্তীর এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সব অংশগ্রহণকারীকে তাদের উৎসাহের জন্য মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। আগামী ২৪ নভেম্বরের মধ্যে বা লাচিত বরফুকন অ্যাপে নিজের লেখা পাঠানোর আহ্বান জানান তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, মহাবীর লাচিত বরফুকনের বিষয়ে নবপ্রজন্মকে অবগত করার জন্য সারা দেশে গত ২৬ অক্টোবর একটা অ্যাপ্লিকেশন ও পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। লাচিত বরফুকনের বিষয়ে এই অ্যাপে জনগণ লিখতে পারবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন।
এর উপর ভিত্তি করেই গত ১৮ নভেম্বর বিদ্যালয় ও মহাবিদ্যালয় ভিত্তিক রচনা প্রতিযোগিতা শুরু হয়। জেলাভিত্তিক এই প্রতিযোগিতা থেকে সেরা বাছাই করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রী গত ১৬ নভেম্বর লাচিত দিবসের থিম সং উদ্বোধন করেছিলেন। এতে কন্ঠদান করেছেন জুবিন গার্গ।