Barak UpdatesHappeningsBreaking News
লাইফলাইন ফাউন্ডেশন এবং এনসিসির যৌথ শিবিরে রক্ত দিলেন ৪০ ক্যাডেট
ওয়েটুবরাক, ৪ আগস্ট : স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে লাইফলাইন ফাউন্ডেশন এবং আসাম এনসিসি-র শিলচর গ্রুপের উদ্যোগে আজ বৃহস্পতিবার শিলচর সিভিল হাসপাতালে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট ৪০ জন এনসিসি ক্যাডেট রক্তদান করেন। অমৃত মহোৎসব উদযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফলাইন ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানায় এনসিসি৷ তাঁদের পক্ষে সঞ্জয় কুমার জানান, আগামী দিনেও স্বেচ্ছা রক্তদানে ক্যাডেটরা এগিয়ে আসবে৷
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে লাইফলাইন ফাউন্ডেশন ও এনসিসির তিন নং ব্যাটালিয়ন আগামী দুই দিন আরও দুটি রক্তদান শিবিরের আয়োজন করবে৷ তার মধ্যে একটি শিবিরে এনসিসির মহিলা ক্যাডেটরা রক্ত দান করবেন৷
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদিকা পল্লবিতা শর্মা বলেন, এনসিসি করার সুবাদে ক্যাডেটরা অল্প বয়সেই বিভিন্ন সামাজিক কাজে নিজেদের জড়িয়ে রাখে৷ রক্তদানের মাধ্যমে রক্তের জন্যে দুশ্চিন্তায় থাকা রোগীদের সাহায্য করার যে মানসিকতা গড়ে তুলেছে, এরও কোনও তুলনা হয় না৷
এ দিনের রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইফলাইন ফাউন্ডেশনের জয়দীপ চক্রবর্তী, গায়ত্রী দেব, অভিষেক, স্মাইল এনজিওর কার্যকরী সভাপতি সুরজিৎ সোম, এনসিসির কমল গুরুং সহ ক্যাডেটরা। সম্পূর্ণ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য লাইফলাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি সৌমিত্র দত্ত রায় এসএম দেব সিভিল হাসপাতাল, ব্লাড ব্যাঙ্কের ওয়াসিম চৌধুরী সহ টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷