Barak UpdatesHappeningsBreaking News
লক ডাউন চলাকালে ভিখারিদের খাবার দিতে চান স্বর্ণালী চৌধুরী
২৩ মার্চ: লক ডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও ভিখারিদের খাবার সংগ্রহ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী৷ কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মাকে তিনি এ ব্যাপারে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন৷ স্বর্ণালীদেবী বলেন, এরা মানুষের দয়াদাক্ষিণ্যের ওপর পুরো নির্ভরশীল৷ নিত্য খাবার জোটানো যাদের মুশকিল, তারা জমিয়ে রাখার কথা ভাবতেই পারেন না৷ লক ডাউনে বাজারহাট বন্ধ থাকবে, মানুষ চলাচল করবে না, ট্রেন বন্ধ, তখন তারা কীভাবে খেতে পাবেন, এ বড় চিন্তার কথা৷
স্বর্ণালী চৌধুরীর পরামর্শ, জেলা প্রশাসন যদি শহরের সব ভিখারিদের এক জায়গায় নিয়ে আসেন, তবে করোনা বিপর্যয়ের এই সময়ে তাদের দেখভালে সুবিধে হবে৷ তিনি বলেন, প্রশাসন তাদের খাবারের ব্যবস্থা করলে ভাল, নইলে প্রশাসন অনুমতি দিলে তিনি নিজে এই দায়িত্ব পালন করতে ইচ্ছুক৷