Barak UpdatesHappeningsBreaking News

লক্ষীপুরে এনকাউন্টার, অভিযুক্ত অপহরণকারী গুলিতে জখম

ওয়েটুবরাক, ২৩ জুন : কাছাড় জেলার লক্ষীপুরে এনকাউন্টারের ঘটনা ঘটল৷ গুলিবিদ্ধ হলেন মান্নান আহমেদ নামের ৩২ বছর বয়সি এক যুবক৷ বর্তমানে তিনি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

Rananuj

কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, মান্নান আহমেদ বিন্নাকান্দি স্থিত স্কটপুর চা বাগান এলাকার ১৯ বছর বয়সি এক তরুণীকে অপহরণ করে বলে অভিযোগ৷ ভিনধর্মী তরুণীকে অপহরণের এই ঘটনাকে ঘিরে বিন্নাকান্দি এলাকায় আইনশৃঙ্খলা জনিত সমস্যা তীব্র হয়ে উঠলে পুলিশ অভিযুক্ত মান্নানকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালায়৷ দুই সন্তানের জনক মান্নান শনিবার রাতে ধরা পড়ে৷ পরে রাত দুইটা নাগাদ তাকে মেডিক্যাল করানোর জন্য লক্ষীপুরের বিপিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিবপুর মরাগাঙের কাছে মান্নান গাড়ি থামানোর অনুরোধ জানান৷ প্রস্রাব করার কথা বলে গাড়ি থেকে নামার সময় জসিমুদ্দিন লস্কর নামে এক ল্যান্সনায়েককে ঘুষি মেরে অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ নিরাপত্তা রক্ষীরা তাকে থামতে বললেও কানে তোলেননি৷

মাহাত্তা বলেন, উপায়ান্তর না পেয়ে কর্তব্যরত রক্ষীরা তার পা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়েন৷ তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ ঘুষিতে জখম রক্ষীরও চিকিৎসা চলছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker