India & World UpdatesHappeningsBreaking News
লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে
৩১ মে : মহারাষ্ট্রে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হল। আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকর। তবে বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়ানোর গতি পর্যালোচনার পর কয়েকটি ক্ষেত্রে ছাড় মিলতে পারে বলেও জানিয়েছেন তিনি। রাজ্যের যে জেলাগুলিতে পজিটিভিটি কেস ১০ শতাংশের নীচে ও হাসপাতালগুলিতে অক্সিজেন বেডে ৪০ শতাংশের কম রোগী ভর্তি আছেন, সেখানেই কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে। তবে সংক্রমণের গতি যে জেলায় এখনও বেশি সেখানে আগেরে চেয়ে আরও বেশি কড়াকড়ি হবে বলে জানিয়েছন মুখ্যমন্ত্রী ঠাকরে।
দেশে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। করোনার সেকেন্ড ওয়েভ দেশে আছড়ে পড়ার পর রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে বেডের আকাল দেখা দিয়েছে। হাজার-হাজার মানুষ প্রতিদিন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লকডাউন ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। এবার সেই লকডাউনের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত।
কঠিন এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে ধৈর্য রাখতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, রাজ্যে যে গতিতে সংক্রণণ বাড়ছিল তাতে কিছুটা হলেও লাগাম পরানো গিয়েছে। আগামী দিনে সংক্রমণ আরও কমবে। তবে মহারাষ্ট্রের গ্রামীণ এলাকায় করোনার সংক্রমণ বেড়ে চলায় উদ্বেগে রয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।