NE UpdatesHappeningsBreaking News
রোস্টার তৈরি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ নয় মেঘালয়ে, হাইকোর্টের রায়
ওয়েটুবরাক, ৬ এপ্রিল: মেঘালয়ে যতদিন পর্যন্ত সরকার কর্মীদের তালিকা এবং ‘রোস্টার’ তৈরি না করছে, ততদিন সব ধরনের নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিল মেঘালয় হাইকোর্ট। রাজ্যে সংরক্ষণ ও নিয়োগ ব্যবস্থার বিরুদ্ধে এক মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি এইচএস ডিয়েংডো-র বেঞ্চ জানিয়েছে, মেঘালয় ৫০ বছর আগে পূর্ণরাজ্য হয়েছে। ততদিন ধরে সেখানে সংরক্ষণের নিয়মও বহাল। কিন্তু আশ্চর্যজনকভাবে এত বছরেও সরকারি চাকরির ক্ষেত্রে কোনও ‘রোস্টার প্রথা’ তৈরি করা হয়নি। এর ফলে নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি ও অন্যান্য ক্ষেত্রে স্বজনপোষণ, হঠকারিতা, বিভিন্ন দুর্নীতি ও আরও বড় বিপর্যয়ের সম্ভাবনা প্রকট।
আদালত প্রশ্ন তোলে, ‘রোস্টার’ পদ্ধতি ছাড়া সরকারি চাকরিতে সংরক্ষণের নিয়ম এত বছর ধরে কী ভাবে রূপায়িত হয়েছে? বেঞ্চের মতে, রাজ্যে এত বছর ধরে সুবিস্তৃত আমলাতন্ত্র বহাল থাকলেও আমলাদের কেউ, কেন, কখনও সংরক্ষণের নিয়ম কার্যকর করার ক্ষেত্রে ‘রোস্টার’ পদ্ধতি চালু করার প্রয়োজন মনে করেননি- তা বিস্ময়কর!
বেঞ্চ নির্দেশ দেয়, এই বিষয়টি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা হিসেবে গণ্য করা হবে। এমন শোচনীয় প্রশাসনিক পরিস্থিতিতে, ‘রোস্টার’ তৈরি না হওয়া পর্যন্ত রাজ্যের সব নিয়োগ স্থগিত থাকবে। রাজ্যের সব সরকারি পদের ক্ষেত্রে, সংরক্ষণ নীতির নিরিখে, সংরক্ষণের অনুপাত যাচাই করে তৈরি করতে হবে ‘রোস্টার’। ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন মুখ্য সচিবকে জানাতে হবে, এ নিয়ে তিনি কী পদক্ষেপ করেছেন।