NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
রেলে পণ্য পরিবহনে বিশেষ ছাড়
ওয়েটুবরাক, ২৮ আগস্ট : পণ্য পরিবহনে বিশেষ ছাড় ঘোষণা করল উত্তর-পূর্ব সীমান্ত রেল৷ কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পার্সেল গ্রাহকদের এর সুযোগ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে৷ মুখ্য জনসংযোগ অফিসার গুণীত কৌর জানিয়েছেন, কিষান রেল পরিষেবা কৃষকদের রেলের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে তুলনামূলক সস্তা হারে দূরবর্তী বৃহত্তর এবং আরও লাভজনক বাজারে প্রবেশ করার সুবিধা দেয়৷ ফল ও সবজি পরিবহনের জন্য ‘অপারেশন গ্রিনস টপ টু টোটাল’ স্কিমের আওতায় মালবাহী মূল্যের ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়৷
ইতিমধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর-পূর্বাঞ্চলে চলতি বছরে ৪৭৭টি বিশেষ পার্সেল ট্রেন চালিয়েছে৷ এর মধ্যে আলু, পেঁয়াজ ও আনারস নিয়ে যায় ২০৪টি ৷ কৌর জানিয়েছেন, বৃহৎ পরিমাণে অগ্রিম বুকিং অর্থাৎ ‘বাল্ক পার্সেল স্পেস’ বুক করার ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট স্কিম প্রদান করা হয়েছে৷ তবে ডিসকাউন্ট মিলবে একমাত্র সর্বোচ্চ লিজমূল্যের স্পেসের চেয়ে বেশি হলেই৷ ওই সর্বোচ্চ স্পেসের ১০১ শতাংশ থেকে ৩০০ শতাংশ বুক করলে ২৫ শতাংশ ডিসকাউন্ট এবং এর বেশি হলে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে৷