NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
রেগিং : শিলচর ডেন্টাল কলেজের ১৪ ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কার
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেগিং কাণ্ড প্রকাশ্যে আসার পরই রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের ঘটনার অভিযোগ মিলছে৷ শিলচর ডেন্টাল কলেজেও রেগিংয়ের অভিযোগ উঠেছে৷ অভিযোগ পেয়ে জেলাশাসক রোহনকুমার ঝা ম্যাজিস্ট্রেট কিষান চরাইকে তদন্তের জন্য পাঠান। তাঁর রিপোর্টের ভিত্তিতে ডেন্টাল কলেজের ১৪ ছাত্রকে অভিযুক্ত করা হয়েছে৷ প্রাথমিক ব্যবস্থা হিসাবে তাদের সবাইকে হোস্টেল থেকে বার করে দেওয়া হয়েছে৷
ও দিকে, হজরত আলি নামে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক পুলিশে এজাহার দিয়েছেন। তাঁর অভিযোগ, ছাত্রাবাসে সিনিয়ররা তাকে মদ খেয়ে মারপিট করে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রেগিং ব্যাপারটা অসম থেকে উঠেই গিয়েছিল। তাই কয়েক বছর ধরে শিক্ষক-অভিভাবক বা প্রশাসন এ নিয়ে ভাবছিলেন না। এতেই নতুন করে ঘটনাগুলি ঘটছে। এই ধরনের ঘটনায় কাউকে রেহাই দেওয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে রেগিংয়ের দরুন ছাদ থেকে লাফিয়ে পড়ে জখম আনন্দ শর্মাকে আজ রবিবার ওয়াকার দিয়ে দাঁড় করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দাঁড়াতে পারায় তাঁর আজীবন পঙ্গু হয়ে পড়ার আশঙ্কাটা কেটেছে। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রেগিং ঠেকাতে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম সেমিস্টারের আবাসিকদের পৃথক ছাত্রাবাসে রাখা হবে।