Barak UpdatesHappeningsBreaking News

রূপাছড়া কার্বিপুঞ্জিতে নেই পানীয় জল, নেই শৌচাগার

রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির পানীয় জল প্রকল্পে সন্তোষ

ওয়েটুবরাক, ২৬ ডিসেম্বর : স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশ জুড়ে ধুমধাম সহকারে অমৃত মহোৎসব পালিত হচ্ছে৷ এই সময়ে সরকার কখনও ঘোষণা করে অমৃত সরোবর প্রকল্প, কখনও বলে ঘরে ঘরে শৌচালয়৷ কিন্তু কাছাড় জেলার বড়খলা এলাকার রূপাছড়া কার্বিপুঞ্জিতে সরকারের কোনও প্রকল্পের অস্তিত্ব পরিলক্ষিত হয় না৷ তাঁদের না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে শৌচালয়৷ জলের জন্য এলাকার মহিলাদের ৩৫০ ফুট নীচে নামতে হয়৷ একে এবড়ো থেবড়ো রাস্তা, এর ওপর চড়াই উৎরাই৷ ফলে একবারে এক কলসী বা এক বালতির বেশি জল তুলে আনা সম্ভব হয় না৷ দফায় দফায় মহিলারা জলের জন্য ওঠানামা করেন৷ শৌচাগারের বদলে নারী-পুরুষ নির্বিশেষে তাদের জঙ্গলে যেতে হয়৷ নেই ইন্দিরা আবাস যোজনার কোনও ঘর৷ অথচ অধিকাংশের থাকার ভালো ব্যবস্থা নেই৷

Rananuj

এই অবস্থার কথা জেনে সেখানে শ্রীরামকৃষ্ণ কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার চালায় রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, শিলচর৷ এই কোচিং সেন্টারের মাধ্যমেই কিছুদিন আগে এলাকাবাসীর মধ্যে কিছু কম্বল বিতরণ করা হয়৷ তখন মিশনের পক্ষে রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির যাঁরা কার্বিপুঞ্জিতে গিয়েছিলেন, তাঁরা কার্বি মহিলাদের জল সংগ্রহের কষ্ট দেখতে পেয়ে বিস্মিত ও ব্যথিত হন৷ পরে সেখানে একটি জল প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেন৷ এই কাজে তাঁদের সাহায্যে এগিয়ে আসে শিলচর রোটারি ক্লাব ও মারোয়াড়ি যুব সংস্থা৷ রোটারিয়ান প্রণয় বণিক দুই হাজার লিটারের দুইটি সিনটেক্স দেন এবং মারোয়াড়ি যুব সংস্থা দেয় একটি সাবমার্জিবল মোটর৷ এ ছাড়া, রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির প্রাক্তন সভাপতি মানিক দেব ব্যক্তিগত ভাবে প্রদান করেন সমস্ত পাইপ এবং আরও কিছু সামগ্রী৷ আনুষঙ্গিক বাকি সব বিষয় নিজেদের মধ্য থেকে সংগ্রহ করেন রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির সভ্য-সভ্যারা৷ বিনা পারিশ্রমিকে পুরো প্রকল্পের কাজ তত্ত্বাবধান করে জলের সংযোগ করে দেন অপু দেবরায় নামে এক সভ্য৷

সোসাইটির পক্ষে সুপ্রদীপ দত্তরায়, যাদব সাহা, প্রদীপ রায়রা জানান, জলপ্রকল্পের জন্য গ্রামবাসীরাও যথেষ্ট পরিশ্রম করেন৷ তাঁরা এই এলাকার উন্নয়নের জন্য তৎপর হতে সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন৷ বিশেষ করে, ঘরে ঘরে শৌচালয় প্রকল্পে জোর দিতে আর্জি জানান৷ বলেন, এই এলাকার কার্বিদের উন্নয়ন ছাড়া স্বাধীনতার অমৃত মহোৎসব সার্থক হতে পারে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker