Barak UpdatesHappeningsBreaking News
রূপম সাহা বিজেপি সভাপতির দায়িত্ব নিলেন
ওয়েটুবরাক, ৫ জানুয়ারিঃ রূপম সাহা বিজেপির কাছাড় জেলা সভাপতির দায়িত্বভার নিলেন। রবিবার আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে দায়িত্ব সঁপে দেন বিদায়ী সভাপতি বিমলেন্দু রায়। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত থেকে বরাক উপত্যকা উন্নয়ন, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী কৌশিক রাই বলেন, এই জায়গাতেই বিজেপি পৃথক ভাবধারার দল। তিনি কংগ্রেসের নামোল্লেখ না করেই বলেন, অন্যান্য রাজনৈতিক দলে সভাপতি বদল হলে সদ্যবিদায়ী সভাপতি আর অফিসে পা মাড়ান না। তাঁর কাছ থেকে দায়িত্ব সমঝে নেওয়ার বদলে তাঁর কুশপুতুল পোড়া হয়। কিন্তু বিজেপিই একমাত্র দল, যেখানে সদ্য পুরনো সভাপতি নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব নিয়ে রূপম বলেন, যুব মোর্চার সভাপতি হওয়ার সময়ে আরও আকস্মিক দায়িত্ব নিতে হয়। তখন কৌশিক রাই যুব মোর্চার সভাপতি, তিনি সাধারণ সম্পাদক। কৌশিকই একদিন ফোন করে ডেকে বললেন জেলা বিজেপি সভাপতির অফিসকক্ষে যেতে। সেখানে জেলা বিজেপি সভাপতি তাঁকে যুব মোর্চার সভাপতি হতে বললেন। পরে কৌশিক রাইয়ের কাছ থেকে যুব মোর্চার দায়িত্বভার সমঝে নেন।
জেলা বিজেপির সভাপতি হিসেবে দলীয় কর্মী-নেতাদের উপযুক্ত মর্যাদা দেবেন বলে আশ্বাস দেন রূপম। তাঁর দাবি, নীতিনিষ্ঠ ভাবে সবাইকে নিয়ে দল পরিচালনা করবেন তিনি।
এ দিনের অনুষ্ঠানে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ, প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপকুমার পাল, ঔধেশকুমার সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।