Barak UpdatesHappeningsBreaking News
রূপম সাহা কাছাড় জেলা বিজেপির সভাপতি
ওয়েটুবরাক, ২ জানুয়ারিঃ জল্পনার অবসান। বিজেপির কাছাড় জেলা সভাপতি পদে রূপম সাহাকে মনোনীত করা হয়েছে।
বেশ কিছুদিন ধরে চার-পাঁচ নেতার নাম নিয়ে দলের ভেতরে-বাইরে চর্চা চলছিল। বৃহস্পতিবার বিকালে নতুন সভাপতির নাম ঘোষণা হতেই কর্মীমহলে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। রূপম যুব মোর্চার জেলা সভাপতি, বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সহ দলের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়ে জেলার দায়িত্বপ্রাপ্তিতে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। গ্রাম-শহর সর্বত্র তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
রূপমের নিজস্ব এলাকা পালংঘাট সন্ধ্যায় উতসবের চেহারা নেয়। বাজি-পটকায় হর্ষোল্লাস প্রকাশ করেন দলীয় কর্মীরা। রূপমকে উত্তরীয় পরিয়ে, মিষ্টি খাইয়ে স্বাগত জানান তাঁরা। রূপম বলেন, সকলের আশীর্বাদেই এই পদলাভ হয়েছে। সকলকে উপযুক্ত মর্যাদা দিয়ে তিনি দলপরিচালনার অঙ্গীকার করেন।
রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন, খাদ্য ও গণবণ্টন দফতরের মন্ত্রী কৌশিক রাই রূপম সাহাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রসঙ্গত, কৌশিক জেলা সভাপতি থাকার সময়ে রূপম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।